“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

চির-অমীমাংসিত


       
                    
                  






।।    সিক্তা বিশ্বাস ।। 
                    
          
মুক্ত বন্ধন !এ কেমন মুক্তি !?
জলজ্যান্ত প্রমাণ খোঁজে যুক্তি !
অহর্নিশি সঙ্গোপনে অনুভূতি ...
আত্মানুভূতিতেই সম্পূর্ণ পূর্তি ...
স্বপ্নঘোরে বিরাজে বাস্তব ...
বাস্তব দর্শায় একাকীত্ব সরব !
এ কেমন দশা সর্বনাশা !
তবুও প্রত্যাশা বাঁচার পরিভাষা ...
বাঁচার পরিভাষা জীবনের আশা ...
বলো একাকীত্বে কিসের নেশা !?
কি করে আনন্দে একটু হাসা !
একঘেয়ে জীবন যে বড়ই কোণঠাসা !!
আবার
বাঁচার আশা বোধের লয় !
ভারসাম্যেই প্রমাণিত বোধোদয় ...
অমর্ত্য জ্ঞানে ঈপ্সিত বিশ্বাস
বস্তুত অলীকের নেই কোন অবকাশ !
           ---------








কোন মন্তব্য নেই: