রফিক উদ্দিন লস্কর
(C)Image:ছবি |
কাছের
মানুষ বদলে যাবে
বুঝিনি তো আগে,
স্বার্থের জন্য কাছে আসা
ভাবতে ব্যথা লাগে।
বুঝিনি তো আগে,
স্বার্থের জন্য কাছে আসা
ভাবতে ব্যথা লাগে।
দিনের
পর দিন কাটিত
রাতের পরে রাত,
মন ভুলানো মিষ্টি কথায়
করতো বাজিমাত।
রাতের পরে রাত,
মন ভুলানো মিষ্টি কথায়
করতো বাজিমাত।
দুচোখ
যাহার স্বপ্নে ভরা
ছিলো কতো আশা,
বদ্ধ ঘরে লুকিয়ে এখন
হারিয়ে গেছে ভাষা।
ছিলো কতো আশা,
বদ্ধ ঘরে লুকিয়ে এখন
হারিয়ে গেছে ভাষা।
অতীত
স্মৃতি পড়লে মনে
অশ্রু গড়ায় রোজ,
মনের মানুষ কবর দিলো
লয়নি তাই খোঁজ।
অশ্রু গড়ায় রোজ,
মনের মানুষ কবর দিলো
লয়নি তাই খোঁজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন