“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

বদলে গেছে

    রফিক উদ্দিন লস্কর

(C)Image:ছবি









কাছের মানুষ বদলে যাবে
বুঝিনি তো আগে,
স্বার্থের জন্য কাছে আসা
ভাবতে ব্যথা লাগে।
দিনের পর দিন কাটিত
রাতের পরে রাত,
মন ভুলানো মিষ্টি কথায়
করতো বাজিমাত।
দুচোখ যাহার স্বপ্নে ভরা 
ছিলো কতো আশা,
বদ্ধ ঘরে লুকিয়ে এখন
হারিয়ে গেছে ভাষা।
অতীত স্মৃতি পড়লে মনে
অশ্রু গড়ায় রোজ,
মনের মানুষ কবর দিলো
লয়নি তাই খোঁজ।


কোন মন্তব্য নেই: