।। অভীক কুমার
দে ।।
১
এই আকাশের জমি খালি নয়
তুমি শূন্য ভেবেই বারংবার ঘুরে বেড়াও নিজ কক্ষপথে।
এই আকাশের জমি খালি নয়
তুমি শূন্য ভেবেই বারংবার ঘুরে বেড়াও নিজ কক্ষপথে।
২
একটিমাত্র নক্ষত্রমণ্ডলীর ভেতর থেকে
গণনা শিখলে হাতে,
গণনার বাইরেও আমি
অগণিত ভাবনায়, চেতনভূমি জুড়ে।
একটিমাত্র নক্ষত্রমণ্ডলীর ভেতর থেকে
গণনা শিখলে হাতে,
গণনার বাইরেও আমি
অগণিত ভাবনায়, চেতনভূমি জুড়ে।
৩
একেকটি নক্ষত্রমণ্ডলী যেটুকু ভাবতে পারে
সেই সীমানা পেরিয়ে আমার নীল,
সব আগুনের গায়ে তার-ই প্রমাণ স্বরূপ জড়িয়ে থাকে।
একেকটি নক্ষত্রমণ্ডলী যেটুকু ভাবতে পারে
সেই সীমানা পেরিয়ে আমার নীল,
সব আগুনের গায়ে তার-ই প্রমাণ স্বরূপ জড়িয়ে থাকে।
৪
কাল্পনিক কক্ষপথে তোমাকে ছুটতে দেখে মনে হয়--
খাসজমির পাহারাদার।
কাল্পনিক কক্ষপথে তোমাকে ছুটতে দেখে মনে হয়--
খাসজমির পাহারাদার।
৫
সামান্য আলোয় অহংকারী হয়ে উঠলে বৃত্ত
সীমান্তের দেওয়াল বরাবর আমার নীল ফ্যাকাসে হতে থাকে।
সামান্য আলোয় অহংকারী হয়ে উঠলে বৃত্ত
সীমান্তের দেওয়াল বরাবর আমার নীল ফ্যাকাসে হতে থাকে।
৬
বুকের ভেতর লুকিয়ে রেখেছি আকাশ
নীরবে আলোর চাষ করি।
বুকের ভেতর লুকিয়ে রেখেছি আকাশ
নীরবে আলোর চাষ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন