“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

বিজয় দিবস ডিসেম্বর ষোল


                             
                              







।।  সিক্তা বিশ্বাস ।।
                              
বিজয় দিবস '৭১ ,ডিসেম্বর ষোল
তাঁর কথা যে যতই বলো
পড়বে তবুও কম!সে যে প্রাণেধরা
দেশবাসীর মনকাড়া আহরিত অমূল্য রতন l
আসে কি এমনি বিজয় দিবস !
সাক্ষী তাঁরই রক্তে রাঙা ইতিহাস !
কত শহীদের মর্মান্তিক আত্মবলিদান
  
সে যে কেবল বিজয় দিবসেরই নিমিত্তে দান
  !
আজ যে স্বাধীনতা জ্বলন্ত স্মৃতির পট 
কত রক্তঝরা অসহায় ভিটে মাটি ছাড়া
 
বিত্তবানের নিঃস্ব হওয়ার দুরন্ত সংগ্রাম
আত্মদানে কেবলই লেখা :--
'জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী'
  নাম ...
বিজয় দিবস সে যে কত আহুতি ! কত 
রক্তে রাঙ্গা নদীর নাম ! আবাল বৃদ্ধা কত
ধর্ষিতা-- দারা ,দারিকা,জননীর নীরব কান্না !
কত নৃশংস উল্লাসের আতঙ্কিত আহুতির বন্যা !
সাধের বিজয় দিবস ....
কত অকালে হারিয়ে যাওয়া সম্পর্কের মান
আহরণে কত না বলা ব্যথা !বীর-বীরাঙ্গনার বলিদান
 
এ যে কত সাধুসন্ত বাউল ফকিরের সাধনা ,নামাজ ,কোরান ...
তাঁরে যতনভরে সম্মান করে বুকে ধরে রাখো ,করো নাকো ম্রিয়মাণ !!!
      ****************

কোন মন্তব্য নেই: