“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

কাল দংশন

               
                  







  ।। সিক্তা বিশ্বাস ।।
                   
হাপিত্যেশের জীবন !কি বিষম জ্বালাতন !
       অবিরাম সংঘর্ষ ও আত্মদহন !  নয় কঠিন 
    জীবিকা কিংবা অন্ন সংকুলান 
বড় কঠিন সংরক্ষণ অবশ্যই অর্জিত সম্মান !
      
সময়ের উল্লাসে বিকৃত তাড়নায়
 
        চিল,শকুন মদমত্ত চারিত্রিক মহিমায় !
    ধূর্ত শৃগাল  উন্মত্ত প্রগলভ ধৃষ্টতায়   
একি সন্ত্রাসী দৃশ্য বিকৃত অতিকায় !!
দুর্বল জীবনে কালের প্রভাব  
           ভগ্ন মনোবল  শক্তির অভাব !
   সংগ্রামী অভিযান একান্ত আপন 
পলে পলে দুর্বল ঝটিকায় নিমখুন !
তবু সংগ্রাম দুর্বার সচেষ্ট বারংবার !
        পরিবর্তনে দৃশ্যপট  তৎপর অকপট !
    সভ্য সমাজের অসহনীয় বিকৃত চিত্র
কালের প্রকোপে উত্তরোত্তর কদাকার বিচিত্র !
              *******************

কোন মন্তব্য নেই: