।। শিবানী ভট্টাচার্য
দে ।।
এই যে কলম, এইযে তোমার স্বর
যে কোনো সময় চুপ হয়ে যেতে পারে
খড়্গ ঝুলছে, ঝুলছে মাথার উপর
স্পষ্ট সত্য বড় কানে বাজে, ওরে।
কত সাধে খুঁড়ে কঙ্কাল আনো বাইরে
কে মরে কোথায়, কোথায় লুকোয় লাশ,
কে কাকে কী দিল, নিলই না হয়
কিছু
কেন বা এতই সখের তত্ত্ব তালাশ।
বিশ্বাস যেন ছিল কাহাদের আপ্ত
অসির চাইতে ধারাল মসীর লেখায়---
মিথ্যে ও বোকা পুরোনো সেসব কথন
ক্ষমতা অট্টহাসিতে আকাশ কাঁপায়।
কতনা কলম ভাঙল পায়ের তলায়,
সোজা মাথা কত গড়াল মাটিতে, কারণ
শক্তিমানের গিয়েছে বিরুদ্ধতায়
যে, তার শাস্তি
ফাটক অথবা মরণ।
আমি যা পারব পারবেনা তোমরা তা---
হাজারো উচ্চ জুমলা পরিবেশন,
কথায় ভোলাব, ভুলবার বহু
জন
এখানে মানুষ বড়ই নাটকপ্রবণ।
যারা নিচে আছে নিচেই চিরটা কাল
থাকবে, উপরে যারা
আছে সেখানেই;
তবেই থাকবে শাসন অনুশাসন
রাষ্ট্র সমাজ চালায় মুষ্টিমেয়েই।
এইসব কথা বুঝতে পারেনা যারা,
ক্ষ্যাপায় লোকের অধিকার কথা তুলে,
বিড়ম্বনায় ফেলছে কর্তৃজনকে
তাদের দমাব সমূলে উপড়ে ফেলে।
এই যে কলম, এই যে রে তোর স্বর,
যেকোনো সময় চুপ করা যেতে পারে ।
খড়্গ ঝুলছে, দেখছ মাথার উপর?
কথা বলা তোর থামাবি এখন, ওরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন