“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

অজ্ঞাত-সত্য

         
             ।।  সিক্তা বিশ্বাস ।।
           
     
(C)Image:ছবি









গ্ন-হৃদয় নিরীক্ষণে   
জ্ঞাত হলাম উপাখ্যানে    ,
একে অন্যেরে দোষারোপ
এইতো প্রেমের বিদ্রূপ !
*********
প্রেমিক:
আজকের দেবদাস আমি !!!
অফুরন্ত প্রেমের একি উপহাস !!
কেবল জানেন অন্তর্যামী !!!
হে রানী ,ছিলো সিংহাসন 
তোমার এ অন্তর আবাসন ,
হৃদয়-জুড়া অনুভূতি সমাধিস্থ !
দিলেনা তার যথাযথ  মান !
প্রেমের এ কেমন অপমান !!
অবুঝপনা সীমাহীন মননের একি তর্পণ !?
আজ মন হারানো আকর্ষণ নিদারুণ দর্পণ !
প্রেমের ভরা পুকুর যে শুষ্ক প্রায় !
মান-অভিমান প্রেম-অপমান দর্শিত সুমুখে 
নির্লিপ্ত উদাসীন অতিপাত দেবদাস জীবন !
মানবীর এ কি দানবী কুরূপা সৃষ্টি  !
দাতার পরিণামে  এ কি  গরল বৃষ্টি !!
**********
প্রিয়া:
রাজরানী তাঁরে সঠিক জানি !
অদাতা তাঁরে কি করে মানি !
সুপ্ত-প্রেমে সে চির গরবিনী !
উল্টো মনোরথে তাইতো
সে হয়নি কাঙ্গালিনী  !
দেবদাস ,সে যে দাম্ভিক বড় !
ভালোবাসা কি কখনো মাপা যায় কারো !?
এ যে নিভন্তচুল্লির ছাইচাপা আগুন !
কি করে হয় উত্তাপহীন নির্গুণ !
হে দেবদাস ,এ তোমার কল্পরাশ !
সময়ের গরিমায় নির্লিপ্ত উছ্বাস !
মিছে প্রসারিত আঙুল রানীর প্রতি !
কাঙ্খিত ছিল না রানীপদ ...
বিনিময়ে ভালোবাসার ক্ষতি !
যতনে গুপ্ত যে তাঁর প্রেমভাব !
চির অধরা জন্মগত স্বভাব !
তাঁরে বোঝার বড়ই অভাব !
প্রেমিক 'দেবদাস'  যায়নি বাকি !
তাইতো ভাগ্যে তাঁর পড়েছে ফাঁকি !
নিখাদ প্রেম --সে যে চির অক্ষয় !
প্রেম-ভিখারিনী তা করেছে জয় ...
***********
হে দেবদাস ,
সত্য গ্রহণে ধার্মিক ও জয় !
দোঁহাকার ত্রুটি !
দোঁহাকার প্রেম-বিপর্যয় !
দোষারোপ একেতে  সত্য নয় !
 
**********

।। ঝোড়োমেঘ ।।

কোন মন্তব্য নেই: