।। সুপ্রদীপ দত্তরায়।।
(C)Image:ছবি |
পথিক
পথিক
এই কুঁয়াশায় কোথায় যেতে চাও ?
সূর্য যেখানে শয্যা ছাড়ে ,
আকাশ যেখানে লাল ?
পাখিরা যেখানে মন্ত্র পাঠে
নতুন দিগন্তরে করে আহ্বান ?
তুমি কি শুনতে চাও সেই প্রভাতী গান?
এই কুঁয়াশায় কোথায় যেতে চাও ?
সূর্য যেখানে শয্যা ছাড়ে ,
আকাশ যেখানে লাল ?
পাখিরা যেখানে মন্ত্র পাঠে
নতুন দিগন্তরে করে আহ্বান ?
তুমি কি শুনতে চাও সেই প্রভাতী গান?
এত কুঁয়াশায় কোথায় যেতে চাও ?
অন্ধকার রাত্রি, পথ পিচ্ছিল দুর্গম
কান্ডারীহীন পথ, সবার জন্য নয়
জোনাকিরা যে পথে ভয়ে নিশ্চুপ
তোমার কি সাহস আছে সে পথে যাবার ?
না, ভয় দেখানোর ধৃষ্টতা আমার নেই ।
সাবধান করছি শুধু ।
অন্ধকার রাত্রি, পথ পিচ্ছিল দুর্গম
কান্ডারীহীন পথ, সবার জন্য নয়
জোনাকিরা যে পথে ভয়ে নিশ্চুপ
তোমার কি সাহস আছে সে পথে যাবার ?
না, ভয় দেখানোর ধৃষ্টতা আমার নেই ।
সাবধান করছি শুধু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন