“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

পথিক

।। সুপ্রদীপ দত্তরায়।।


(C)Image:ছবি






থিক
পথিক
এই কুঁয়াশায় কোথায় যেতে চাও ?
সূর্য যেখানে শয্যা ছাড়ে ,
আকাশ যেখানে লাল ?
পাখিরা যেখানে মন্ত্র পাঠে
নতুন দিগন্তরে করে আহ্বান ?
তুমি কি শুনতে চাও সেই প্রভাতী গান?
এত কুঁয়াশায় কোথায় যেতে চাও ?
অন্ধকার রাত্রি, পথ পিচ্ছিল দুর্গম
কান্ডারীহীন পথ, সবার জন্য নয়
জোনাকিরা যে পথে ভয়ে নিশ্চুপ
তোমার কি সাহস আছে সে পথে যাবার ?
না, ভয় দেখানোর ধৃষ্টতা আমার নেই  ।
সাবধান করছি শুধু ।

কোন মন্তব্য নেই: