“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

ভয়


।।  রফিক উদ্দিন লস্কর  ।।

(C)Image:ছবি






য় করে যে ভীষণ আমার
সবাই যদি মন্দ বলে,
চাওয়া পাওয়ার ইচ্ছা গুলো
পুষেই রাখি কৌশলে ।
কলম ধরলে হাতটা কাঁপে
ভাবি আপন মনে,
লিখব আজি কোন বিষয়ে
চলবো  কাহার সনে !
ভয়ে ভয়ে সময় পেরোয়
হয়নি কোন কাজ,
লুকিয়ে লুকিয়ে মনটা কাঁদে
সব সময়ে লাজ!
হাজার চেষ্টায় হয়নি কিছু
রয়ে গেলা বাঙালি!
তাইতো লোকে সুযোগ বুঝে
মুখে দেয় চুনকালি।


কোন মন্তব্য নেই: