।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
খোলা
শরীর
অপাত্র বুক
এক মহাশূন্য ভেদ করে আলো
চোখ খোঁজে;
অপাত্র বুক
এক মহাশূন্য ভেদ করে আলো
চোখ খোঁজে;
চোখ
আর সত্যের মাঝে একটি নদী।
প্রতি
ফলনেই নিপুণ কাজ
আলোর গায়ে কালো যখন
কালোর গায়ে আলো।
আলোর গায়ে কালো যখন
কালোর গায়ে আলো।
নিয়মের
কক্ষপথ
অবুঝ শিশু ঘোরে আর ঘোরে
অবুঝ শিশু ঘোরে আর ঘোরে
কাঠামোর
ভেতর প্রতি মা ঘুমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন