।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
ছোটবেলায় ভেসে যাওয়া বাঁশের লাইন দেখে
লাইন ধরা শিখেছি, অনেক লাইন স্কুল থেকেই।
একাগ্রতার বাণীব্রত শেষ করেও
ঠিক কখনও একাগ্র হতে পারিনি।
লাইন ধরা শিখেছি, অনেক লাইন স্কুল থেকেই।
একাগ্রতার বাণীব্রত শেষ করেও
ঠিক কখনও একাগ্র হতে পারিনি।
মুহুরী একটি নদী।
একেকটি বাঁকে নদী আমার বেঁকে গেলে
বাঁশের মতোই ভাসছে আর ছুটছে লাইন।
একেকটি বাঁকে নদী আমার বেঁকে গেলে
বাঁশের মতোই ভাসছে আর ছুটছে লাইন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন