“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

লোভ

।। সুপ্রদীপ দত্তরায় ।।


     












ভালোবাসা আমাকে চঞ্চল করে 
বিক্ষিপ্ত করে মন 
একপাশেতে উনি, একপাশেতে তুমি 
তিতলির আয়োজন ।
আড়চোখে যখন তাকাও তুমি 
বুকে কেন  রক্ত চলকে উঠে? 
কে বলে এই পৃথিবীটা শুধুই শুষ্ক 
ভালবাসা আমার ঠোঁটে ।
ভালবাসা আমাকে কাঙাল করেছো
অনেক দিয়েছো কলঙ্ক 
ভালবাসা আমাকে যত্নে শিখিয়েছো 
কী করে বাজাতে শঙ্খ ।
অমন করে  মুচকি হেসো না তুমি 
আমি যে জোয়ারের জলে ভাসি ।
পেছন ফিরে তাকিয়ে দেখি উনি
জানি এই সে,  একেই ভালবাসি।
ভাবনা জাগে মাঝে মাঝে ,  ওগো --
আমার আমিটি আসলে কার 
যার আশ্রয়ে আমি সুখেতে আছি ? 
নাকি তার, যিনি স্বপ্নকার ?
রিক্ত মনেতে সাধ জাগে হায়, লোভ হয়--
এমনও তো হতে পারে যদি
আমার হৃদয়ে, একপাশেতে উনি
আর অন্যপাশেতে  ....... সরি।


কোন মন্তব্য নেই: