“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

জীবনচক্র

।।        রফিক উদ্দিন লস্কর      ।।











আঁকাবাঁকা অনেকটা পথ পাড়ি দিয়ে
বের হয়না নিজের জন্য একটু সময়
পেটের চিন্তায় অস্থির দিনের পর দিন।
বিছানার পাশ থেকে দূরে শরীর ও মন
অবিরাম ঘুরছে রিক্সার চাকার মতো
শু
খা চেনে, জোর বাড়িয়ে জীবন চাকা।
সহসা একদিন আরশিতে চোখ যায়,
ফুটে আছে শরতের কাশফুল মস্তকময়
স্বপরিচয়ে ও খানিকটা বেগ পেতে হয়।
নিকোটিনের কাছে ফুসফুস বন্ধক রাখা
অবেলায় ঘরে ফেরা মুখময় গন্ধ নিয়ে
বাদল দিনে তোমাকে নিয়ে ভেজা হয়নি।
চাঁদনিরাতেও একা জেগে থাকি আমি
শীতের রাতে গায়ে ওম চাদর লাগিয়ে
টের পাইনি, সুখনিদ্রা জড়িয়ে ধরে কখন!
বছরের পর বছর ঘাম ঝরে শরীর থেকে
একটা অদৃশ্য আশার সংকেত নিয়ে...
জীবন মানে কি কেবলই অর্থহীন পথচলা!


কোন মন্তব্য নেই: