“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

ভোটের হাট

।। রফিক উদ্দিন লস্কর ।।







জুকারবার্গের জমিনে
চলছে ভালো ব্যবসা,
নির্বাচনী প্রচার এখন
লাইক কমেন্টে খাসা।
বিশ্বলোকে দর্শিত যে
নানা রকম ব্যানার,
কী লিখেছেন গুরুজি
বুঝিনি অর্থ তার!
বসে বসে দেখেন বাবু
নিশ্চিত এবার জয়,
বহির্দেশে প্রচার যখন
আছে কিসের ভয়!
দেখে এত বানান প্রমাদ 
বাড়িয়ে যায় ক্রোধ,
 
এমন নেতা দেশ চালাবে
হয়নি এখন বোধ।


কোন মন্তব্য নেই: