© চিরশ্রী দেবনাথ
মাইমুখ
তলে রাসবালিকা,রত্নবিধুরা পলয় গোধূলি
রাজনিয়ম তুলহ কন্যা,কন্ঠে এনে বলিছ আজো
মানি নি,মানি নি,মানবো না
বসন্ত রাত জানে শুধু লাইহরোওবা,সাদা ধুতি একাকী
মণিপুর তো আসলে নৃত্যজাত,
মিশমি পাহাড় ক্রমাগত বৃক্ষসম্ভবা,
উর্বরা করেছে তাকে লাইনুরাদের সবুজাভ রজ:,স্বেদপ্রবাহ
রাজনিয়ম তুলহ কন্যা,কন্ঠে এনে বলিছ আজো
মানি নি,মানি নি,মানবো না
বসন্ত রাত জানে শুধু লাইহরোওবা,সাদা ধুতি একাকী
মণিপুর তো আসলে নৃত্যজাত,
মিশমি পাহাড় ক্রমাগত বৃক্ষসম্ভবা,
উর্বরা করেছে তাকে লাইনুরাদের সবুজাভ রজ:,স্বেদপ্রবাহ
রাসলীলা
আসলে বহুদূর
উদ্ধত কোকতুম্বি ইশারা দিয়েছে
উদ্ধত কোকতুম্বি ইশারা দিয়েছে
শুদ্ধ
যোনি মেয়েরা করে তির অভ্যাস,
ভোজনের থালায় ঢেলে দেয় নীরব ধোঁয়াপুঞ্জ,পদাবলী নাম্নী সে
ভোজনের থালায় ঢেলে দেয় নীরব ধোঁয়াপুঞ্জ,পদাবলী নাম্নী সে
জানি
শিকার করতে পারোনি সাংগ্রাই,আঁখিমেঘদূত যে তাদের নির্ভুল বজ্রজাত
শৃঙ্গের
অহঙ্কারে শুধু ঝলসেছে নীল উপবীত
তাতেই তাকায়েছে ভারতদেশ, একবার নয়,অনেকবার...
তাতেই তাকায়েছে ভারতদেশ, একবার নয়,অনেকবার...
(প্রকাশিত, শারদীয় কবি সম্মেলন,২০১৮ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন