“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

মনিপুর পদাবলী














   © চিরশ্রী দেবনাথ
মাইমুখ তলে রাসবালিকা,রত্নবিধুরা পলয় গোধূলি
রাজনিয়ম তুলহ কন্যা
,কন্ঠে এনে বলিছ  আজো 
মানি নি
,মানি নি,মানবো না 
বসন্ত রাত জানে শুধু লাইহরোওবা,সাদা ধুতি একাকী
 
মণিপুর তো আসলে নৃত্যজাত,
মিশমি পাহাড় ক্রমাগত বৃক্ষসম্ভবা,
 
উর্বরা করেছে তাকে লাইনুরাদের সবুজাভ রজ:,স্বেদপ্রবাহ
রাসলীলা আসলে বহুদূর 
উদ্ধত কোকতুম্বি ইশারা দিয়েছে
শুদ্ধ যোনি মেয়েরা করে তির অভ্যাস,
ভোজনের থালায় ঢেলে দেয় নীরব ধোঁয়াপুঞ্জ,পদাবলী নাম্নী সে
জানি শিকার করতে পারোনি সাংগ্রাই,আঁখিমেঘদূত যে তাদের নির্ভুল বজ্রজাত
শৃঙ্গের অহঙ্কারে শুধু ঝলসেছে নীল উপবীত
তাতেই তাকায়েছে ভারতদেশ,
 একবার নয়,অনেকবার...
(প্রকাশিত, শারদীয় কবি সম্মেলন,২০১৮ )


কোন মন্তব্য নেই: