“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

হলুদ খামটা

    ।।     রফিক উদ্দিন লস্কর     ।।

















খোলা হয়নি আজও সেই হলুদ খামটা,
রয়ে গেছে তা ড্রয়ারের খোপে বন্দী।
খামের বোকা বাক্সে থাকা বোকা শব্দ
হতে পারেনি আজও কোন বাক্য।
বাক্সের মাঝেই নির্বোধ হয়ে গেছে
সেইসব অশ্রুসিক্ত কথামালা।
লাল নীল রক্তিম বর্ণগুলো হানা দেয়
বোমারু বিমানের ক্রুদ্ধ গোলার ন্যায়।
তোমার ঠোঁটে কোণে আছড়ে পড়তো
বিবর্ণ হাসির সাথে গুপ্ত কাগজখানা।

কোন মন্তব্য নেই: