।। রফিক উদ্দিন লস্কর ।।
খোলা হয়নি আজও সেই হলুদ খামটা,
রয়ে গেছে তা ড্রয়ারের খোপে বন্দী।
খামের বোকা বাক্সে থাকা বোকা শব্দ
হতে পারেনি আজও কোন বাক্য।
বাক্সের মাঝেই নির্বোধ হয়ে গেছে
সেইসব অশ্রুসিক্ত কথামালা।
লাল নীল রক্তিম বর্ণগুলো হানা দেয়
বোমারু বিমানের ক্রুদ্ধ গোলার ন্যায়।
তোমার ঠোঁটে কোণে আছড়ে পড়তো
বিবর্ণ হাসির সাথে গুপ্ত কাগজখানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন