“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

মনে পড়বে যেদিন

    
 ।। রফিক উদ্দিন লস্কর ।।
Add caption







সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
তাকিয়ে থেকো তুমি নীল আকাশ পানে
ভোরের সূর্যে, পাপড়ির ঘন কুয়াশায়।
সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
লুকিয়ে থাকবো আমি তোমার অজান্তে
কোন পাহাড়ি বাহারি ফুলের বাগিচায়।
সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
চলে যাবো যেদিন তোমার দৃষ্টির বাহিরে
ফুল হয়ে ফুটবো আকাশে সন্ধ্যাতারায়।
সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়,
মনের জমানো আবেগ, ঈর্ষা ভালোবাসা
যা রবে স্মৃতির পুরানো ডায়েরির পাতায়।
                    *********


কোন মন্তব্য নেই: