।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
কষ্ট সব লেখা ছিল চোখেমুখে
এক জঙ্গল বুকের ভেতর
এক জঙ্গল বাইরে
এই পাহাড় চিঠির মতোই পড়ে নিয়েছিল উদ্বাস্তু মন।
এক জঙ্গল বুকের ভেতর
এক জঙ্গল বাইরে
এই পাহাড় চিঠির মতোই পড়ে নিয়েছিল উদ্বাস্তু মন।
আনকোরা
হাতে উঠে এসেছিল কোদাল,
যাবতীয় বিলাসিতা ভুলে এক টুকরো মাটির খোঁজ
অচেনা পথের ধুলোয় আবার নতুন ঠিকানা
আমার বওখুংরে।
যাবতীয় বিলাসিতা ভুলে এক টুকরো মাটির খোঁজ
অচেনা পথের ধুলোয় আবার নতুন ঠিকানা
আমার বওখুংরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন