“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

লম্পট

 ।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি












ম্পট
অন্ধকারে তুমিই আমার বন্ধু ,
তোমার মধ্যেই লুকিয়ে আছে স্বর্গ
একটা আঁশটে গন্ধ ঘরের চারিদিকে  ,
কোথাও কি লুকিয়ে আছে দুঃখ ?
আকাশটা এত কালো কেন শুনি ?
চাঁদ কি জানে এটা লম্পটের অভিসার ?
ভালবাসার ফেরিওয়ালা সেই বেশ্যারা
এনেছে চাঁদের দেশে আজ ব্যাভিচার।
তোমার বাচ্চাটা এত কাঁদে কেন?
কোন সেন্স নেই শুয়োরের বাচ্চার।
কুড়িটা টাকা রেখে যাচ্ছি শয্যায়
শালা মজাটাই করে দিলে পাংচার।

কোন মন্তব্য নেই: