।। রফিক
উদ্দিন লস্কর ।।
কষ্ট
পেয়ে মনটা যখন লিখেছিলো কবিতা,
সেই কবিতা রাজসাক্ষী হৃদয়পটে ছবিটা।
ক্লান্ত পথিক বেলা শেষে খুঁজে একটা আশ্রয়,
ছন্দ পতন ভালোবাসার করছে শুধু অভিনয়।
মনের ঘরে আদর করে পোষে ছিলাম পাখি,
কাটছে আমার বেলা এখন তারে শুধুই ডাকি।
ধরতে গেলে দেয়না ধরা, দেখলে দেয় উড়াল,
হেলা খেলায় সময় গেলো দোষী এখন কপাল।
হলুদ বরন পাখি আমার মায়াবী তার চোখ,
আঁধার রাতের পূর্ণকলা পাগল করা মুখ।
রামধনুর ঐ সাত রঙে সাজানো তাহার দেহ,
খবর দিও সেই পাখিটার দেখা পেলে কেহ।
যতন করে রাখবো তারে আমার হৃদয় মাঝে,
দেখবো তারে সকাল বিকাল নিত্য নতুন সাজে।।
সেই কবিতা রাজসাক্ষী হৃদয়পটে ছবিটা।
ক্লান্ত পথিক বেলা শেষে খুঁজে একটা আশ্রয়,
ছন্দ পতন ভালোবাসার করছে শুধু অভিনয়।
মনের ঘরে আদর করে পোষে ছিলাম পাখি,
কাটছে আমার বেলা এখন তারে শুধুই ডাকি।
ধরতে গেলে দেয়না ধরা, দেখলে দেয় উড়াল,
হেলা খেলায় সময় গেলো দোষী এখন কপাল।
হলুদ বরন পাখি আমার মায়াবী তার চোখ,
আঁধার রাতের পূর্ণকলা পাগল করা মুখ।
রামধনুর ঐ সাত রঙে সাজানো তাহার দেহ,
খবর দিও সেই পাখিটার দেখা পেলে কেহ।
যতন করে রাখবো তারে আমার হৃদয় মাঝে,
দেখবো তারে সকাল বিকাল নিত্য নতুন সাজে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন