“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

মন পাখি

   ।।        রফিক উদ্দিন লস্কর        ।।










ষ্ট পেয়ে মনটা যখন লিখেছিলো কবিতা,
সেই কবিতা রাজসাক্ষী হৃদয়পটে ছবিটা।
ক্লান্ত পথিক বেলা শেষে খুঁজে একটা আশ্রয়,
 
ছন্দ পতন ভালোবাসার করছে শুধু অভিনয়।
মনের ঘরে আদর করে পোষে ছিলাম পাখি,
কাটছে আমার বেলা এখন তারে শুধুই ডাকি।
ধরতে গেলে দেয়না ধরা, দেখলে দেয় উড়াল,
হেলা খেলায় সময় গেলো দোষী এখন কপাল।
 
হলুদ বরন পাখি আমার মায়াবী তার চোখ,
আঁধার রাতের পূর্ণকলা পাগল করা মুখ।
রামধনুর ঐ সাত রঙে সাজানো তাহার দেহ,
খবর দিও সেই পাখিটার দেখা পেলে কেহ।
যতন করে রাখবো তারে আমার হৃদয় মাঝে,
দেখবো তারে সকাল বিকাল নিত্য নতুন সাজে।।


কোন মন্তব্য নেই: