“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

আগুন

।।  সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি










গুন নিয়ে খেলিস না রে 
ওটা খেলার জিনিস নয়, 
ওতে যে হাত পুড়তে পারে 
তুই জানিস না নিশ্চয়।
হাতে যদি অস্ত্র  থাকে রে
সে তো যন্ত্রের কারিকুরি 
যদি, মায়ের দুধ খেয়েই থাকিস 
দেখা, খালি হাতে বাহাদুরী ।
নিজের গলিতে কে চেঁচায় জানিস
কি নামে লোকে ডাকে,
শুনেছি পশুরও নাকি বোধশক্তি হয়,
সহ্যেরও সীমা রেখা থাকে।

কোন মন্তব্য নেই: