“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ভোট এসেছে

।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি









ভোট এসেছে ভোট এসেছে
ভোটটা দেব কাকে!
যেই লোকটা টাকা বিলায়
দেবো না'কি তাকে?
ভোট খেলিয়ে জিতলে পরে
থাকবে দূরে গিয়ে,
আর বিলাসবহুল বাড়ি গাড়ি
 
উন্নয়নের টাকা দিয়ে।
উন্নয়নটা নিজ পকেটের
জনগণের টাকায়,
রাজকীয় খাবার খেয়ে
ভুরিটাকে বানায়।
হাপিশ করলে উন্নয়ন বিল
হবে কিন্তু তদন্ত,
কোর্ট কাছারি যাওয়া আসা
সময়সীমা অন্ত।
ক্যামেরাতে ধরপাকড়ে
চেহারাটাকে ঢাকে,
যার কারণে আজ জনগণ
 
পড়ে দুর্বিপাকে।
ধর্ম -জাতি ভাষার প্রচার
শাক দিয়ে মাছ ঢাকে,
এমন স্বভাব আছে যাহার
 
ভোট দেব না তাকে।



কোন মন্তব্য নেই: