“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

ইচ্ছে

।।  সুপ্রদীপ দত্তরায়।। 

(C)Image:ছবি











ক যুগ ধরে পাশাপাশি চলছি
তবু দূরত্বটা আমাদের অনেক,
 
চলতে চলতে ফলক টপকে গেছি
এখন বিশ্রাম চাই ক্ষণেক ।
এখানে কি আমরা বসতে পারি ?
ফেরিওয়ালার চিনেবাদাম অনেক তো খেলাম
ভেতরে তবুও আমার খিদে অনন্ত ।
তোমাকে পেলেই মাথায় চাপে
ভূ 
তুমি চাইলেই সাবধানে করি শান্ত ।
আমি কি কিছু চাইতে পারি ?

কোন মন্তব্য নেই: