“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩ জুলাই, ২০২১

সাক্ষরতার হার আর জনসংখ্যা বৃদ্ধি: ২০১১-এর আদমশুমারি কি বলে?

।। দেবব্রত দেব ।।

           সাধারণ ভাবেই আন্দাজ করা যায় যে সাক্ষরতা বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির একটা বিপরীত সম্পর্ক আছে। আর এই সম্পর্ক খুব পরিষ্কার ভাবে ফুটে উঠে আমাদের দেশের ২০১১ সালের আদমশুমারির তথ্য থেকে। আমি নীচে রাজ্য গুলোর সাক্ষরতার তথ্য সমূহ একটা টেবিল আকারে দিয়ে দিয়েছি যা আমি সেনসাস ২০১১ এর ওয়েবসাইট থেকেই নিয়েছি।

শুধু উত্তর প্রদেশ (UP), মহারাষ্ট্র (MH), বিহার (BR), পশ্চিমবাংলার (WB) মত জনবহুল (মোট জনসংখ্যা ২ কোটি থেকে বেশি ) রাজ্য গুলো নিলে দেখা যায় যে, সাধারণের সাক্ষরতা বাড়ার সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হার টা খুবই সুন্দর ভাবে নিচে নেমে যাচ্ছে। গ্রাফে দেওয়া লাল লাইন টা এই সম্পর্ককে ইঙ্গিত করছে।

তবে ছোট রাজ্য গুলোর ক্ষেত্রে এই সম্পর্কটা একটু কম জোরালো। এখানে ছোট রাজ্য বলতে জনসংখ্যায় ২ কোটি থেকে কম রাজ্য গুলোর কথা বলা হচ্ছে। গ্রাফে দেখা যাবে যে, এই রাজ্য গুলো বেশিরভাগই লাল লাইনের উপরেই আছে। তাই সব রাজ্য গুলোকে ধরলে, সাক্ষরতা বৃদ্ধির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির হারের কম হওয়া টা একটু দুর্বল হয়েছে (নীল লাইনটা একটু উপরের দিকে উঠে গেছে)। ছোট রাজ্য গুলোতে জনসংখ্যা নানান কারণে খুব সহজেই বদলে যেতে পারে। কাজের খোঁজে অর্থনৈতিক ভাবে ভালো অবস্থায় থাকা রাজ্য গুলোর প্রতি জনসাধারণের প্রব্রজন একটা বড় এবং সাধারণ কারণ। একই ভাবে বেশি নগরায়িত রাজ্য গুলোর প্রতিও প্রব্রজনের হার বেশি হয়।

এখানে লক্ষ্য করা যেতে পারে যে সব চাইতে ছোট্ট (কেন্দ্র শাষিত) রাজ্য দাদরা-নাগর হাভেলি (DN) এবং দমন-দিউ (DD), বাকি সব রাজ্য গুলো থেকে একদম আলাদা। এই রাজ্য দুটোর জনসংখ্যা এতো কম যে যেকোনো কারণেই এখানে জনসংখ্যা বদলে যেতে পারে।

ভারতের রাজ্য গুলোর শিক্ষার হারের সাথে জনসংখ্যা বৃদ্ধির গ্রাফ। লাল বা নীল রঙের লাইন এই সব ডাটার মাঝে থাকা একটা সরল রৈখিক সম্পর্কের প্রতি ইঙ্গিত দেয়। শিক্ষার হার যত বাড়ছে, জনসংখ্যার বৃদ্ধির হার ততো কমছে।

এবার ডানপন্থী রাজনীতির এক বহুল কথিত যুক্তিকে যাচাইকরে দেখা যাক। যুক্তিটা কিছুটা এরকম: “মুসলিম ধর্মাবলম্বীরাই দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ“। জনসংখ্যার দিক থেকে বড় রাজ্য গুলোর মধ্যে জম্মু-কাশ্মীর (JK, ৬৮.৩১% মুসলিম), আসাম (AS, ৩৪.২২% মুসলিম), পশ্চিমবাংলা (WB, ২৭.০১% মুসলিম), এবং কেরালা (KL, ২৬.৫৫% মুসলিম) রাজ্যের মোট জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম। যখন এই রাজ্য গুলো হিন্দু প্রধান উত্তর প্রদেশ (UP, ১৯.২৬% মুসলিম), বিহার (BR, ১৬.৮৭% মুসলিম) এবং গুজরাট (GJ, ৯.৬৭% মুসলিম) এর সাথে তুলনা করা হয় তখন এটা স্পষ্ট হয়ে যায় যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যের জনগণের ধর্মীয় বিন্যাসের সাথে নয়, বরং সাধারণ সাক্ষরতার হারের সাথে সম্পর্কিত। অর্থাৎ, যে রাজ্য যত বেশি স্বাক্ষর, সে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার তত কম।

এই গ্রাফ থেকে এটা স্পষ্ট যে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যের জনগণের ধর্মীয় বিন্যাসের সাথে নয়, বরং সাধারণ সাক্ষরতার হারের সাথে সম্পর্কিত। অর্থাৎ, যে রাজ্য যত বেশি স্বাক্ষর, সে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার তত কম।

#State-Code Population Increase Area(Km2) Density Sex-Ratio Literacy State-Name
UP 1 19,98,12,341 20.23 240928 829 912 67.68 Uttar Pradesh
MH 2 11,23,74,333 15.99 307713 365 929 82.34 Maharashtra
BR 3 10,40,99,452 25.42 94163 1106 918 61.8 Bihar
WB 4 9,12,76,115 13.84 88752 1028 950 76.26 West Bengal
AP 5 8,45,80,777 10.98 275045 308 993 67.02 Andhra Pradesh
TN 6 7,26,26,809 20.35 308252 236 931 69.32 Madhya Pradesh
MP 7 7,21,47,030 15.61 130060 555 996 80.09 Tamil Nadu
RJ 8 6,85,48,437 21.31 342239 200 928 66.11 Rajasthan
KA 9 6,10,95,297 15.60 191791 319 973 75.36 Karnataka
GJ 10 6,04,39,692 19.28 196244 308 919 78.03 Gujarat
OD 11 4,19,74,218 14.05 155707 270 979 72.87 Orissa
KL 12 3,34,06,061 4.91 38852 860 1084 94 Kerala
JH 13 3,29,88,134 22.42 79716 414 948 66.41 Jharkhand
AS 14 3,12,05,576 17.07 78438 398 958 72.19 Assam
PB 15 2,77,43,338 13.89 50362 551 895 75.84 Punjab
CG 16 2,55,45,198 22.61 135192 189 991 70.28 Chhattisgarh
HR 17 2,53,51,462 19.90 44212 573 879 75.55 Haryana

DL 18 1,67,87,941 21.21 1483 11320 868 86.21 Delhi
JK 19 1,25,41,302 23.64 222236 56 889 67.16 Jammu and Kashmir
UK 20 1,00,86,292 18.81 53483 189 963 78.82 Uttarakhand
HP 21 68,64,602 12.94 55673 123 972 82.8 Himachal Pradesh
TR 22 36,73,917 14.84 10486 350 960 87.22 Tripura
ML 23 29,66,889 27.95 22429 132 989 74.43 Meghalaya
MN 24 28,55,794 24.50 22327 128 985 76.94 Manipur
NL 25 19,78,502 -0.58 16579 119 931 79.55 Nagaland
GA 26 14,58,545 8.23 3702 394 973 88.7 Goa
AR 27 13,83,727 26.03 83743 17 938 65.38 Arunachal Pradesh
PY 28 12,47,953 28.08 490 2547 1037 85.85 Puducherry
MZ 29 10,97,206 23.48 21081 52 976 91.33 Mizoram
CH 30 10,55,450 17.19 114 9258 818 86.05 Chandigarh
SK 31 6,10,577 12.89 7096 86 890 81.42 Sikkim
AN 32 3,80,581 6.86 8249 46 876 86.63 Andaman and Nicobar Islands
LD 35 64,473 6.30 30 2149 946 91.85 Lakshadweep

এরকম বিষয়ে আমার আরেকটা লেখা আছে এখানে। ইচ্ছুকরা এটাও পড়ে দেখতে পারেন।

সূত্র:


কোন মন্তব্য নেই: