“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

অধরা কাঙ্খিত পথ


 ।। বিদ্যুৎ চক্রবর্তী ।।

 

 

 

 

 

 

 

 

 

সৃণ পথে -
কিছু দাগ লেগে যায় অতর্কিতে।
কলঙ্ক কথনে নির্যাতিত পথ চলা
শুধু পিছুটান, শুধু উচ্চ্ছ্বাসে লাগাম
প্রাপ্তি সুখের তৃপ্তি বেলায়
মন গহীনে যেন এক কালান্তক ক্ষয়রোগ।
সেই মায়ার বাঁধনে ভ্রষ্ট দিশায় চলা
কবেকার সে কথা
নূন পান্তার যাপন ক্ষণে কত শখ কত ব্যথা
কত স্বপ্ন কত আকাশ কুসুম কথা
তারই সূত্রে ফিরে আসে ভুলপথের বাখান
অন্তরে অনন্ত মান অপমান।

আজও সেই ধারা চলে অবিরাম
মোহনায় আজও হয় মন আনচান
ভুল করে আজও চলি ভুল পথে পথে
কে যে নাড়ে কলকাঠি, কোন মানসে
খর্ব হয় যত গর্ব, রুদ্ধ হৃদয়
মরি লাজে চোখে রেখে চোখ
দীর্ঘ যাত্রা পথ এসে থামায় রথ
মসৃণ পথেও থাকে অধরা - কাঙ্খিত পথ।



কোন মন্তব্য নেই: