।। মুক্তি প্রসাদ দে ।।
(C)Image:ছবি
দরিদ্র
গৃহস্থ। লক্ষ্মী ‘চিনি'
প্রসাদেই সন্তুষ্ট। গৃহস্থের উন্নতি, ভাড়া বাড়ি
ছেড়ে ফ্ল্যাটে উঠে এলো। ঠাকুরের ‘আসনে'র কলেবর বৃদ্ধি পেলো। লক্ষ্মীর দু'পাশে সরস্বতী ও
শিবের অধিষ্ঠান হলো। প্রসাদের ‘বাটায়' নিত্যনতুন ফল-ফলাদির সমাহার। আহ্লাদিত লক্ষ্মী। গৃহস্থের দুঃখের দিনের সঙ্গী
সে। কিন্তু অন্তরালের রহস্যটাই জানতে পারলো না।সু-স্বাস্থ্যের জন্য ডাক্তারের
পরামর্শ রোজকার খাদ্যতালিকায় ফল-ফলাদি থাকা চাই। সমস্যা হলো একসময় দারিদ্র্য
ক্লিষ্ট গৃহস্থের ফল-ফলাদিতে অনীহা, ঐ অনভ্যাসে বিদ্যানাশের
মতো। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ঠাকুরের 'প্রসাদ' দিয়ে শুরু করুন, অভ্যাস গড়ে উঠবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন