।। অভীককুমার দে ।।
ভালোই তো বেসেছিলে,
সাথে থেকে চেষ্টাও করেছিলে আপ্রাণ
পাশে থাকার,
এখন
পাশে কোনো গচ্ছিত সময়
সাথে কষ্টবেলা;
এ বেলায় আলো থাকে না।
নীলিকার মুখে
স্মৃতি সব-
বুক ভাঙে কার !
খুব চেনা শূন্য আকাশ
না হারানো মাটির
ধুলো- ব্যথায় হাসতে জানে
ভাসতে জানে বাষ্প উড়ান,
উড়ে যেতে যেতে-
নির্ভীক ছুটতে পারে,
ঝাঁপিয়েও ঝরতে পারে,
প্রতিবাদে লড়তে জানে নীলোত্তমা নদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন