“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

নীলোত্তমা নদী

 ।। অভীককুমার দে ।।
 
 
 
 
 
 
 
 
 
ভালোই তো বেসেছিলে,
সাথে থেকে চেষ্টাও করেছিলে আপ্রাণ
পাশে থাকার, 

এখন 
পাশে কোনো গচ্ছিত সময়
সাথে কষ্টবেলা; 

এ বেলায় আলো থাকে না।

নীলিকার মুখে
স্মৃতি সব-
বুক ভাঙে কার ! 

খুব চেনা শূন্য আকাশ
না হারানো মাটির 
ধুলো- ব্যথায় হাসতে জানে
ভাসতে জানে বাষ্প উড়ান, 
উড়ে যেতে যেতে- 

নির্ভীক ছুটতে পারে,
ঝাঁপিয়েও ঝরতে পারে, 

প্রতিবাদে লড়তে জানে নীলোত্তমা নদী।


কোন মন্তব্য নেই: