“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

সামনের নদী কালো

 ।। অভীককুমার দে।।
 

 
 
 
 
 
 
 
 
 
 
ঞ্চে কবি।মঞ্চ ঘিরে ডাঁশ- মশা।

কবিতার শরীর কাঁপছে,
কামড় বসাতে পারছে না
ক্ষরণকাল।

সব রক্ত জমে সামনের নদী কালো 
মাথার উপর কাক। 

স্মারক হাতে কবি
মুখে একতার বুলি আওড়ে 
পা বাড়ালেন সামনের দিকে
নদীর কালো শরীর টপকে গেলে একা তিনি, 
মুচকি হেসে...

কবি তা দেখছে
ছোট হয়ে আসছে চোখ
আলো কমছে। 


কোন মন্তব্য নেই: