।। অভীককুমার দে।।
মঞ্চে কবি।মঞ্চ ঘিরে ডাঁশ- মশা।
কবিতার শরীর কাঁপছে,
কামড় বসাতে পারছে না
ক্ষরণকাল।
সব রক্ত জমে সামনের নদী কালো
মাথার উপর কাক।
স্মারক হাতে কবি
মুখে একতার বুলি আওড়ে
পা বাড়ালেন সামনের দিকে
নদীর কালো শরীর টপকে গেলে একা তিনি,
মুচকি হেসে...
কবি তা দেখছে
ছোট হয়ে আসছে চোখ
আলো কমছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন