“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৪ জুলাই, ২০২১

ম্যাটাডোর

 

।। অর্পিতা আচার্য ।।

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমাদের নেতা আমাদের বলেছিলেন

হেস্তোনেস্ত একটা হবেই 

তিনি এও বলেছিলেন কিড়ে মাকড়ের মতো 

ঘরে লুকিয়ে থাকা পাপ 

আমরা কুকুরের মতো দৌড়েছি বিশ্বস্ততায় 

আমরা শামুকের মতো লুকিয়ে রেখেছি গূঢ় কথা 

আমরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে রক্তাক্ত হয়েছি কতবার হিংস্র নখরাঘাতে , সংঘবদ্ধ শত্রুর । 

আমরা বিশ্বাস করেছি আমাদের শনিবারের ক্লাসে !

 

যুদ্ধের অব্যবহিত পরে যখন শিবির পাল্টালেন তিনি 

আমরা অবাক হয়ে দেখেছি 

আমাদের মধ্যে কেউ কেউ আরো বিশ্বস্ত হয়ে 

রাতের অন্ধকারে তার ঘরে পৌঁছে দিল মশলাপাতি,  

খবরাখবর...

তাদের উঠোনে আজ চুন সুরকি 

ঘরে উঠবে নতুন পাঁচিল 

 

আমরা কয়েকজন বেয়াড়া পাগল শুধু 

এখনো গরুর মতো একগুঁয়ে জেদি 

ঘাস খাই গ্রামের সীমানা ঘেরা একটুকরো মাঠে

 

লোহিতে লালন করি দৃঢ়চেতা ছোট স্বপ্ন এক 

মুলেটায়  রক্তাম্বর বেঁধে 

কোনদিন ইশারায় ডাক দেবে ...

অসম সাহসী কোন বুল ফাইটার !

 

কোন মন্তব্য নেই: