“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৪ জুলাই, ২০২১

সামান্য দাবি

।। সাদিক মোহাম্মদ লস্কর ।।

(C)Image:ছবি


 
 
 
 
 
 
 
 
 
 
 
ক্ষ কোটি বর্ষ ধরে অবিরাম ঝরে
জীবনের ধারা।
যারা জানে না, যারা বোঝে না
ভাগ করে তারা।
হে পথিক, একটু দাঁড়াও, বিশ্রাম নাও
জীবনের পথ শেষে মরণের নিশ্ছিদ্র নিশ্চিন্তে।
অবশেষ কুড়িয়ে নিয়ে চলার শক্তি দাও,
একটু ভালবাসা দাও।
একটু ভালোবাসা দাও
লক্ষ কোটি বর্ষ নিংড়ে,
এক ফোঁটা অমূল্য অমৃত
অবশিষ্ট পথ চলার রসদ।
৯/৭/২০২১

কোন মন্তব্য নেই: