।। জাকারিয়া ইছলাম ।।
বন বাদাড়ে বিচার চলছে
বিচারক সিংহ-বাঘ ;
বিচারপ্রার্থী হরিণ হনুমান
দুই দলে তার ভাগ ।
হরিণের দল ছাগল ভেড়া
গরু মহিষ হাতি ঘোড়া ;
আছে আরো জিরাফ গাধা
খরগোশ দু'চার জোড়া ।
নগণ্য নয় হনুমানের দল
ছড়িয়ে ছিটিয়ে দিগ্বিদিক ;
শিয়াল শকুন কুকুর গণ্ডার
সর্প মিলিয়ে শতাধিক ।
হরিণের ছিল ঘোর আপত্তি
হৃদয় বিদারক অভিযোগ ;
শিয়াল তারে নির্যাতন করে
করেছে ন্যাক্কার উপভোগ ।
দারুণ হরষিত সিংহ মামা
বাঘের ঝরে যায় লালা ;
বিচার কার্যের বিচার ভুলি
দমায় কামনার জ্বালা ।
লাল লাল চোখে রাগান্বিত
বাঁকাচোখে দেখে হনূমান ;
হরিণের গ্রীবায় দাঁত বসায়ে
বাঘ বলে তুই শয়তান ।
হরিণের দফা রফরফা প্রায়
গাছে হনুমান দিলো লাফ ;
বেগতিক দেখে পালাতে চেয়ে
হরিণ আর পেল না মাফ ।
ভোগের বস্তু বিচার পায় না
খাদক হয় যদি বিচারক ;
ভোগেতে তৃপ্তির ঢেঁকুর তুলে
জানান দেয় সে অপারগ ।
ভক্ষক কখনো রক্ষক হয়না
থাকেনা তার সে হৃদয় ;
চলার ধরণে রূঢ় আচরণে
ফুটে ওঠে তার পরিচয় ।
(C)Image:ছবি |
বন বাদাড়ে বিচার চলছে
বিচারক সিংহ-বাঘ ;
বিচারপ্রার্থী হরিণ হনুমান
দুই দলে তার ভাগ ।
হরিণের দল ছাগল ভেড়া
গরু মহিষ হাতি ঘোড়া ;
আছে আরো জিরাফ গাধা
খরগোশ দু'চার জোড়া ।
নগণ্য নয় হনুমানের দল
ছড়িয়ে ছিটিয়ে দিগ্বিদিক ;
শিয়াল শকুন কুকুর গণ্ডার
সর্প মিলিয়ে শতাধিক ।
হরিণের ছিল ঘোর আপত্তি
হৃদয় বিদারক অভিযোগ ;
শিয়াল তারে নির্যাতন করে
করেছে ন্যাক্কার উপভোগ ।
দারুণ হরষিত সিংহ মামা
বাঘের ঝরে যায় লালা ;
বিচার কার্যের বিচার ভুলি
দমায় কামনার জ্বালা ।
লাল লাল চোখে রাগান্বিত
বাঁকাচোখে দেখে হনূমান ;
হরিণের গ্রীবায় দাঁত বসায়ে
বাঘ বলে তুই শয়তান ।
হরিণের দফা রফরফা প্রায়
গাছে হনুমান দিলো লাফ ;
বেগতিক দেখে পালাতে চেয়ে
হরিণ আর পেল না মাফ ।
ভোগের বস্তু বিচার পায় না
খাদক হয় যদি বিচারক ;
ভোগেতে তৃপ্তির ঢেঁকুর তুলে
জানান দেয় সে অপারগ ।
ভক্ষক কখনো রক্ষক হয়না
থাকেনা তার সে হৃদয় ;
চলার ধরণে রূঢ় আচরণে
ফুটে ওঠে তার পরিচয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন