।। রফিক উদ্দিন লস্কর
।।
সব শির তোমার নামে, আর যত ধুলার অহংকার,
ধুয়ে মুছে দাও যত অবজ্ঞা, কিছু নেই আশংকার।
দেখে উদাস মন কেঁপে ভাসে, আকাশ বিম্ব জলে ;
ঘোলাট জলে চিত্ত- রোষে ঘূর্ণিপাক খাও বিফলে
তুমি নন্দিত জীবনানন্দে, শুধু কেঁদে মরি গ্লানিতে !
ব্রহ্মপুত্র, ব্রহ্মরূপী জীবনদর্শন দেখি তব পানিতে।
মলিন সত্তা ডিঙোতে চায়, তোমার সব অন্ধ গলি ;
কুল ভেঙে মিশে যাও নিজের মাঝে, ব্যথা সব দলি।
গর্জিত চিত্তে, তবুও তুমি বীজ পুঁতে দাও দুই ধারে ;
আজ এনে মিলন মেলায়, আপন করেছো সবারে।
নন্দিত করেছো সবার জীবন, ভেদাভেদ নেই আর,
লুইতের মাটি-জলে মিলন হলো,ধন্য জীবন সবার।
পারাপারে আজ নেইকো বিঘ্ন, যদিও তব রুদ্র রূপ,
মমতার ডোরে আগলে রেখে, হয়ে গেছো নিশ্চুপ!
হাজার আত্মার মিলন সুত তোমাতেই টেনে নিলে,
মানুষ মানুষের জন্য, যা তুমি নীরবে শিখিয়ে দিলে।
---------------------
১৫/০৬/২০১৭ইং
ফাঁসিবাজার, গুয়াহাটি (আসাম)
(C)Image:ছবি |
সব শির তোমার নামে, আর যত ধুলার অহংকার,
ধুয়ে মুছে দাও যত অবজ্ঞা, কিছু নেই আশংকার।
দেখে উদাস মন কেঁপে ভাসে, আকাশ বিম্ব জলে ;
ঘোলাট জলে চিত্ত- রোষে ঘূর্ণিপাক খাও বিফলে
তুমি নন্দিত জীবনানন্দে, শুধু কেঁদে মরি গ্লানিতে !
ব্রহ্মপুত্র, ব্রহ্মরূপী জীবনদর্শন দেখি তব পানিতে।
মলিন সত্তা ডিঙোতে চায়, তোমার সব অন্ধ গলি ;
কুল ভেঙে মিশে যাও নিজের মাঝে, ব্যথা সব দলি।
গর্জিত চিত্তে, তবুও তুমি বীজ পুঁতে দাও দুই ধারে ;
আজ এনে মিলন মেলায়, আপন করেছো সবারে।
নন্দিত করেছো সবার জীবন, ভেদাভেদ নেই আর,
লুইতের মাটি-জলে মিলন হলো,ধন্য জীবন সবার।
পারাপারে আজ নেইকো বিঘ্ন, যদিও তব রুদ্র রূপ,
মমতার ডোরে আগলে রেখে, হয়ে গেছো নিশ্চুপ!
হাজার আত্মার মিলন সুত তোমাতেই টেনে নিলে,
মানুষ মানুষের জন্য, যা তুমি নীরবে শিখিয়ে দিলে।
---------------------
১৫/০৬/২০১৭ইং
ফাঁসিবাজার, গুয়াহাটি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন