“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৯ জুন, ২০১৭

দেশপ্রেম


           ।।     রফিক উদ্দিন লস্কর     ।। 

(C)Image:ছবি

















হারাজ! শুনো,দেশটাকে যদি সত্যি ভালোবাসো,
তবে তুমি, দিব্যি আরাম আয়েশে কেনোই থাকো?
দয়া যদি থাকে মনে, তুমি একবার দেখোনা চেয়ে,
আজ পথের ধারে কাঁদছে মানুষ খাবার না খেয়ে।
যদি থাকে দেশপ্রেম, ধরেন রাজা শিবাজীর বেশ,
অন্নহীন আর থাকবেনা কেউ ধন্য হবে মোর দেশ।
শুধু লোক দেখানো জনসেবা, করেই কি'বা লাভ;
ঐ নিরাশ্রয়ী মানুষ গুলোর ঘুচবেনা বুঝি অভাব!
মুখে শুধু দেশপ্রেম! এবার দেশের সাথেও করো;
কেনো, অভাবীর খাবার কেড়ে পেটটা শুধু ভরো।
স্বার্থে তুমি অন্ধ হয়ে কেড়ে নাও যে পরের খাবার,
গড়ছো তুমি রাজমহল যে, হিসেব দেবে কি তার।
বস্ত্রবিহীন শিশুরা দেখি ভিক্ষে করে বেড়ায় রোজ,
কোথায় যে তাহার বসতবাড়ি কেউ লয়নি খোঁজ।
আমার দেশের সোনামণি হোটেলেতে করে কাজ,
শিক্ষা থেকে বঞ্চিত সে ভাবতে লাগে বড়ই লাজ।
জন্ম মোদের হয়নি কেবল থাকতে নিজের স্বার্থে,
দেশটাকে আজ গড়ি মোরা, জীবন দিয়ে পরার্থে।
-----------------------------------------------------------------
১৯/০৬/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: