“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

শান্তি চাই


           ।।  রফিক উদ্দিন লস্কর  ।। 


(C)Image:ছবি






















কাশটা আজ আমার কাছে বড়ই অচেনা,
উষ্ণ তাপে মিলছে সেথায় আলোর ঠিকানা।
উদাস ভাব লাগছে দেখি সব মানুষের প্রাণে,
দেয়নি দোলা অলস মনে সে আলোরই গানে।
মুছে দিতে হবে আজ ভাবনার সকল সীমানা,
ব্যাকুল প্রানে চেয়ে থাকে লাগে বড্ড অজানা।
উষ্ণতা আজ ছাড়ছে সীমা এই শুধু যে জানি,
নির্জনেতে পাতলা কানে তার প্রতিবাদ শুনি।
বিশৃঙ্খল ধরা টের পাই তার প্রতিটি নিঃশ্বাসে,
অরাজকতায় পরিপূর্ণ, সন্ত্রাসী-বিষ বাতাসে।
দিগ্বদিকে শুধু হিংসা-যুদ্ধেরই আহ্বান আসে।
গৃহবন্দি মানুষ, শুনশান পথ, পামরের ত্রাসে।
এগিয়ে চলো জোর কদমে, তুচ্ছ করে বেদনা,
ভাবুক প্রাণে জাগাতেই হবে আজ নব-চেতনা।
শুধু শান্তিতে বাঁচতে চাই, দু'টি অন্ন মুখে দিয়ে,
সহজ পথে চলবো মোরা সবাইকে সাথে নিয়ে।

--------------------------------------------------------------
০৮/০৬/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: