“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৯ জুন, ২০১৭

মহহাপতন


।। সুনীতি দেবনাথ ।।
(C)Image:ছবি


















মুদ্র গর্জাচ্ছে। মহাবেগে আসছে সমুদ্রের নক্ষত্র "মোরা '। ঘূর্ণিপুচ্ছ প্লাবনের মহামদে, দশ নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে।
শালাস্কোর বাংলার চে সুখনিদ্রায়। বিপ্লব বিদ্রোহ সিন্দুকে তালাবদ্ধ।
নৌকো সব মোচার খোল আকাশে।

দৃশ্যান্তর
পাখ পাখালি ডানাভাঙা,  প্রেক্ষাপট বায়স ডানার কৃষ্ণবর্ণ কালবোশেখির দানব আকাশ, ত্রাহি ত্রাহি হাশরের মাঠে জনগণ।
হতাশ শালাস্কো চে সত্যিই কুম্ভকর্ণ নিদ্রায়,  এ দেশ জাগবে না
পরমপিতা বিপদ সংকেত দেখাবে শুধু।
শালাস্কো, রঙ তুলি ইজেল নাও
বিশাল ক্যানভাসে মহাপতনের
ট্র্যাজিক ছবি আঁকতে হবে।

কাজরী,
১১ জুন, ২০১৭

কোন মন্তব্য নেই: