“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৪ জুন, ২০১৭

ফেসবুক কবিতা

 ।।  কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী।।
 
(C)Image:ছবি



















##
অদ্ভুত ম্যাজিক এক এসেছে এ পৃথিবীতে আজ,
যার মোহজালে ঘেরা আন্তর্জালিক সমাজ!
এই ম্যাজিকের কী কী মানে?
আন্তর্জাল-ই শুধু জানে!
এর-ই হাত ধরে-
শিল্প-সাহিত্য থেকে হাঁড়ির খবর-
সচিত্র-বিবরণী মুহূর্তে ছড়িয়ে যায় ঘর থেকে ঘর,
মেঘদূত (বকলমে ফেসবুক)বলে যায়কী ঘটছে দেশ-দেশান্তরে...
তারপর?
তারপর আর কিছু নেই,
মোদ্দা কথাটা হলো এই--
ইউ-জি-সি যদি দেন একটু নজর...
সহস্র গবেষক পাওয়া যাবে এই এখানেই...
বাইরে খোঁজার কোনো প্রয়োজন-ই নেই!
কী বলেন বন্ধুরা...সব?
শুরু হয়ে যাক তবে আরেকটা...'হোক কলরব'!

কোন মন্তব্য নেই: