(C)Image:ছবি |
কত পাপ করেছি জীবনে?
পুণ্যের সীমা নেই জেনে-
পাপের পুঁটুলিখানি খুলি মনে মনে।
লঘু পাপ, গুরু পাপ, ছেঁড়াখোঁড়া পাপ...
যত ভাবি, বাড়ে শুধু হৃদয়ের চাপ-
থাক, ভেবে কাজ নেই, পুঁটুলিটা যত হোক ভারী,
নরকে যাবো না আমি, স্বর্গে ? গেলেও যেতে পারি।
আচ্ছা, তোমরা কেউ স্বর্গ কি দেখেছো কখনো?
কল্পনায়- কিম্বা কোনো,
অলৌকিক রাস্তা ধরে, সেই পথে দিয়েছ কি পাড়ি?
দেখেছো কি দেবদেবী কিভাবে কালাতিপাত করে?
ওদের মুহূর্তকাল আমাদের কত যুগ ধরে?
কী হবে এসব ভেবে? স্বর্গেই সুখ-
হক কথা- না বুঝেই বাড়ে শুধু জাতীয় অসুখ,
পাপে-পুণ্যে বোঝা হল ভারী,
এবার কি যেতে হবে? দুয়ারে কি প্রস্তুত গাড়ি?
নরক-রাজত্ব থেকে স্বর্গের দাসত্ব-ও ভালো-
ক্ষমা করো মিলটন(Milton),-
আমার এখন শুধু, আলো চাই, আলো.....
যাবো আমি, স্বর্গেই যাবো-
এসো হে পয়গম্বর, তুমি এলে হাতটি বাড়াবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন