“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

গল্প

।। জাকারিয়া ইছলাম ।।











কাশ ছোঁওয়া গল্প নিয়ে,
                হাজির হলাম ভাই..

এসব করতে আমরাই পারি
                 আমাদের জুড়ি নাই..

গল্প গল্প মহা গল্প
                 কাজের বেলায় নাই..

মুখ দিয়ে যেন আগুন যরে,
                    পিছন দিকে ছাই..

দেশ স্বাধীনের ৬০ বছর,
                   গল্প-ই শুধু অসীম..

পেয়েছি হাতে হারিক্যান বাতি,
                    পেয়েছি গুড়ার ডিম..

কথায় যেন আকাশ ছোঁওয়া,
                    কাজের বেলায় কচ্ছু..

দেশ-টা শুধু স্বাধীন করলাম,
                   পেলাম না-ত কিচ্ছু।।

কোন মন্তব্য নেই: