।। জাকারিয়া ইছলাম ।।
আকাশ ছোঁওয়া গল্প
নিয়ে,
হাজির
হলাম ভাই..
এসব করতে
আমরাই পারি
আমাদের
জুড়ি নাই..
গল্প গল্প
মহা গল্প
কাজের
বেলায় নাই..
মুখ দিয়ে যেন
আগুন যরে,
পিছন দিকে ছাই..
দেশ স্বাধীনের
৬০ বছর,
গল্প-ই
শুধু অসীম..
পেয়েছি হাতে
হারিক্যান বাতি,
পেয়েছি
গুড়ার ডিম..
কথায় যেন
আকাশ ছোঁওয়া,
কাজের
বেলায় কচ্ছু..
দেশ-টা শুধু স্বাধীন
করলাম,
পেলাম
না-ত কিচ্ছু।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন