।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
আজি জুম্মা নামাজ শেষে চলি গোরস্তান,
যেথায় জনক জননী মোর আছেন শয়ান।
দাঁড়িয়েছিলাম
বহুক্ষণ ,জননীর গোরের পাশ,
মা! মোরে রেখে চলে গেছো হয়নি বিশ্বাস!
জ্বলজ্বল করে নয়নে ভাসে মা তব মুখখান,
কেমনে ভুলে রইলে মাগো! তব নাড়ীর টান।
তোমাকে হারিয়ে মা, অশান্তি নিলাম কিনে,
স্মরণে থাকো প্রতিটি মুহূর্ত, প্রতি রাত-দিনে।
পাল্টেছে জীবনের গতি, চলে গেছে সব সুখ,
বারেবারে মনে পড়ে ‘মা' তোমার স্নেহের মুখ।
শান্তির ধারা বহে না এখন মোর জীবন পথে,
আঁধার দেখি দু'চোখে এখন, চলি কোনমতে।
সজল নেত্রে খোদার কাছে করি মোনাজাত,
হে আল্লাহ! মোর মা'কে নসিব করো জান্নাত।
-------------------------
২৩/০৬/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন