মরণ আর জীবন এষনার মাঝখানে
একটা দড়িতে ঝুলতে থাকে
বেঁচে থাকা দিনরাত্রি যত -
ঘৃণার ওপিঠে লেপ্টে শুয়ে থাকে
লোভী ভালবাসা l কামেচ্ছার পাশপাশি
গূঢ় এক হত্যা অভিসন্ধি, অহরহ
তাড়া করে ফেরে l দুহাতের তালু ভরে
ফুল দিতে গেলে, অদম্য ইচ্ছার মত
কাঁটার দঙ্গল, নিষ্কৃতির অভিমুখ খোঁজে -
আয়নায় ভালবাসলে নিজের এ মুখ -
উন্মাদ নার্সিসাস রতিক্লান্ত কাঁদে l
তীব্র প্রেমের পাশে হন্তারক ক্রুর লিপ্সা এক
উস্কানি দিয়েই চলে প্রহারের,
প্রবল ক্রোধের !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন