।। শিবানী দে।।
(C)Image:ছবি |
‘সাইড’, ‘সাইড’, ‘সাইডে যাও’ --- থেকে থেকে তাড়া ।
তাই দেওয়াল ঘেঁষেই চলা শুধু একধারে ।
মাথার উপরে ছাতা, নিষিদ্ধ আকাশ ।
ওধারেও দেওয়াল ঘেঁষা চলন্ত পুতুল,
দেওয়ালের তফাতে যাওয়া নিষিদ্ধ ওধারেও ।
উপরে আকাশবন্ধ ছাতা ।
লাঠি ছোরা, আগ্নেয়াস্ত্র উদ্যত অথবা গুপ্ত কার
কারা রক্তচক্ষু, দম্ভদৃপ্ত, শক্তমুখ টহলদার,
হাঁক পেড়ে যায়, ‘সাইড’, ‘সাইড’ ।
এধারের লোকে ওধারে তাকায়, অপরিচয়ের চোখে,
রোজকার দেখা তবুও অজানা ওধারের একান্ত দেওয়াল।
ঘেঁষে চলা লোক একই ধরণের, ওদেরো তরঙ্গহীন চোখ ।
‘তাকানো নিষেধ’, ‘তাকানো নিষেধ’, হাঁকে কারা ?
‘হাত বাড়ানো নিষেধ’, ‘পা বাড়ানো নিষেধ’, হাঁকে কারা ?
হাতে লাঠি, উদ্যত বন্দুক, গুপ্ত ছোরা, ওরা কারা !
এদিকের বালকের জিজ্ঞাসা , ‘কী আছে ওধারে ?’
ওদিকের বালিকার কৌতূহলী চোখ দেখা যায় ।
অভিভাবকের সতর্কতা---- ‘নিষেধ’, ‘নিষেধ’।
প্রহরীরা হেঁকে যায়, ‘সা-ই-ড’, ‘সা-ই-ড’ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন