ওর বাড়ি মগডালে ঠুনকো কাঠি বাঁশ নিয়ে ঝোলে
ওর বাসা
হাঁ-মুখ ছাদ নেই আকাশের তলে
এসো কিন্তু, দেখে যেও, সাবধানে
বুননের কাজ
কারিগরি
কালেতে হারায় যতটুকু বেঁচে আছে আজ
ওর বাসা
ভাঙ্গা ডালে জুড়ে থাকা তীব্র আশ্লেষ
ওর কিন্তু
গানও আছে, শাবকের কণ্ঠে
তাঁর রেশ
মহাবোধি
শ্যামলিমা, পাতা-সাজ
ইতিহাসে লেখা
মরমী ক্লান্ত
ডানায় আছে ফুটে সেই কষ্ট রেখা
সকলেরই পাতা
দিয়ে ঘর সব ঘরে ভাঙ্গা ডালপালা
সব ঘরে ভয়
পাখি ওড়ে, এই হল শেষ
টুকু বলা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন