“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১০ জুন, ২০১৭

বাড়ছে হত্যা আত্মহত্যা

।। এম রিয়াজুল আজহার লস্কর।।
(C)Image:ছবি






















বাড়ছে বোঝা ঋণের বোঝা অগ্নি বুকে রাশি ৷
বাড়ছে হত্যা আত্মহত্যা ঝুলছে গাছে চাষি ৷৷
মরছে মানুষ গাছের ডালে, মরছে মানুষ বিষে ৷
নেত্রী নেতায় দেখছে সবই দুখটা পাবে কীসে ?
দ্রব্যমূল্য এবং ঋণে যাচ্ছে কোথায় দেশটা ?
এদিক ওদিক 'রাস্তা রোকো' হচ্ছে কী তার শেষটা !
-@-
১০/০৬/২০১৭
( হাইলাকান্দি / আসাম )
                         

কোন মন্তব্য নেই: