।। অশোকাননন্দ রায়বর্ধন ।।
(C)Image:ছবি |
পদাবলি
গুঞ্জনের সঞ্চারী পেরুবার আগেই
জেনে নিতে হবে
কতটা নিদমহলের কাছে পৌঁছে যায় সুরবাহার মসৃণ তানে
কতটা নিদমহলের কাছে পৌঁছে যায় সুরবাহার মসৃণ তানে
অন্যথায়
অন্ধকূপের পরিত্যক্ত গহ্বরের জমাট মিথেন গ্যাস কেড়ে নেয় প্রাণভোমরা ।
সবকথা
খুলে বলার আগে,সব আগল তুলে নেবার
আগে
দক্ষিণ সমুদ্রের সঙ্গে সহেলিকথন সেরে নিতে হয় ঊষালগ্নে ।
দক্ষিণ সমুদ্রের সঙ্গে সহেলিকথন সেরে নিতে হয় ঊষালগ্নে ।
তারপর
সব মঙ্গলাচরণ সম্ভবামির ধুন জাগায় ,
তখনি গানে গানে জেগে ওঠে প্রেমসাধনের বীজকল্প ।
তখনি গানে গানে জেগে ওঠে প্রেমসাধনের বীজকল্প ।
জাগো
ওঁ, জাগো প্রেম, জাগো হে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন