“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

কেউ কেউ দুলছে
























।। অর্পিতা আচার্য।।

কেউ কেউ খুব দুলছে
ডাল থেকে ডালে লাফ মারবে
কি না ভাবছে -
উত্তুরে হাওয়া খুব হিম হিম
স্বরে ডাকছে l
ঘন পল্লবে, ঝোপে, চুপচাপ বসে
ভাবছে, খুব সতর্ক কেউ
মনে হিন্দোল
শুধু আপাতত কোন রা নেই !
কারা যেন খুব জটলায়
এর ওর দিকে ইশারা
ওম্ কোনদিকে ভেবে তোলপাড়
আগে ভাগে ইঁট পাতছে l
আর একদল খুব গোপনে
হাওয়া কোন দিকে বুঝে তৈরি
চাদরের নিচে অস্ত্র,
ওরা ঝোপ বুঝে কোপ মারবে l
বাতাসটা খুব জোরালো
সাথে ট্রপিক্যাল বেলোয়ারি নাচ
শুকনো পাতারা উড়বে -
ঝড়ে শুকনো পাতারা উড়বেই !


কোন মন্তব্য নেই: