(C)Image:ছবি |
।। রফিক উদ্দিন লস্কর ।।
বৈশাখ দিয়াছে ডাক উড়ায়ে কেতন
প্রকৃতির মাঝে এসেছে নতুন চেতন।
পান্তা ইলিশে দিনভর হবে মাখামাখি,
উৎসব শুরু যেন হঠাৎ কালবৈশাখী।
বৈশাখ মানে বাংলা নববর্ষের উদ্বোধন,
নাচে গানে কবিতার হরষে হবে বর্ষবরণ।
বসন্ত শেষে নব বার্তা নিয়ে এলো বৈশাখ,
বদল করতে সব পুরানোকে দিয়েছে ডাক।
বৈশাখী ঝড়ে ঝেড়ে যাবে আবর্জনা যতো,,
বৃষ্টি ধারায় মুছে দেবে ধরণীকে কাঁচের মতো।
ঢাকের তালে এলো বৈশাখ বাঙালির ঘরে,
নতুন সাজে ডাকছে এসে আমাদের দ্বারে।
দোকানিরা খুলে দিলো তারই হালখাতা,
প্রবীণ আজ ছেড়ে যাবে বুকে তার ব্যাথা।
সাজ সাজ রব পড়ে গেলো প্রকৃতির মাঝে,
মনের মাঝে বৈশাখী সুর তাই উঠলো বেজে।
নতুনের তরে মনের মাঝে আজ বড়ই হর্ষ,
স্বাগত স্বাগত আমার বাঙালির বাংলা নববর্ষ।
১১/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
বৈশাখ দিয়াছে ডাক উড়ায়ে কেতন
প্রকৃতির মাঝে এসেছে নতুন চেতন।
পান্তা ইলিশে দিনভর হবে মাখামাখি,
উৎসব শুরু যেন হঠাৎ কালবৈশাখী।
বৈশাখ মানে বাংলা নববর্ষের উদ্বোধন,
নাচে গানে কবিতার হরষে হবে বর্ষবরণ।
বসন্ত শেষে নব বার্তা নিয়ে এলো বৈশাখ,
বদল করতে সব পুরানোকে দিয়েছে ডাক।
বৈশাখী ঝড়ে ঝেড়ে যাবে আবর্জনা যতো,,
বৃষ্টি ধারায় মুছে দেবে ধরণীকে কাঁচের মতো।
ঢাকের তালে এলো বৈশাখ বাঙালির ঘরে,
নতুন সাজে ডাকছে এসে আমাদের দ্বারে।
দোকানিরা খুলে দিলো তারই হালখাতা,
প্রবীণ আজ ছেড়ে যাবে বুকে তার ব্যাথা।
সাজ সাজ রব পড়ে গেলো প্রকৃতির মাঝে,
মনের মাঝে বৈশাখী সুর তাই উঠলো বেজে।
নতুনের তরে মনের মাঝে আজ বড়ই হর্ষ,
স্বাগত স্বাগত আমার বাঙালির বাংলা নববর্ষ।
১১/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন