“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭

--ভালোবাসি শুধু তোমায়-(কবিতা)

               ভালোবাসি শুধু তোমায় 
    ------------রফিক উদ্দিন লস্কর----------

মার মনের আকাশ আজ কালো মেঘে ঢাকা,
যার সাথে হলো আজি  আমার একটু দেখা।
ভালোই ছিলাম অনেকদিন, ওকে কাছে পেয়ে,
যার বিরহে অশ্রু এখন গড়ায় দুচোখ বেয়ে।
কাছে পেয়ে বাড়িয়েছিলো আমার মনোবল,
দমকা হাওয়ায় মনকাননে জ্বলছে দাবানল।
আর জানিনা কখন কবে ফিরে হবে দেখা,
খুশির মাঝে পড়লো ভাটা,এখন আমি একা।
দূরদেশেতে দেবে পাড়ি সব কিছু ফেলিয়া!
আজ ভালোবাসার মধুর বাঁধন ছিন্ন করিয়া।
যার কাছেতে গেলে পরে শান্ত হতো মন,
এখন ও যে যাচ্ছে চলে, ফেলে আপনজন।
কাজের টানে, দূরের পানে যেতে হচ্ছে আজ,
অফিসেতে পড়ে আছে মেলা মেলা কাজ।
ভাগ্যে যদি থাকে আমার দেখবো বর্ষশেষে,
ভালোবাসার বাহুডোরে থাকবো মিলেমিশে।
ভালো থেকো, সুখে থাকো আর কিছু চাইনা,
ওমা!তোমার মধুর ভালোবাসার হয়না তুলনা।
.
.
১৫/০২/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: