“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

তোমাকে ছুঁয়ে় আছি বলেই

  ।। পার্থসারথি দত্ত।।


(C)image:ছবি

















  তোমাকে ছুঁয়ে আছি বলেই
  আমার হাতের আঙুলগুলো
  গলে -গলে ছড়িয়ে পড়ছে
  তোমার সমস্ত শরীরে
  নিকষ কালো আঁধারে
  আঙুলের গলিত আভায়
  তুমি শিহরিত হয়ে উঠছ...
   
 তোমার চোখে -চোখ ছুঁয়েছি বলেই
 স্রোতস্বিনী সাগর সশব্দে ছুটে আসছে
 আমার হদয়ে...
 অশান্ত সাগরের স্রোতে
 সীমাহীন স্বপ্ন নিয়ে
 চোখ দুটো ভেসে যায় গভীরে ....৷৷

       

কোন মন্তব্য নেই: