“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

বিস্ফোরণ


।। সুরজিৎ মন্ডল।।

















মানবিকতার অবমাননায়,
হয়েছ তুমি স্মৃতি,
অসমাপ্ত মানব জীবনে,
টানলে তুমি ইতি।
এটা তো ছিলনা অন্ত তোমার,
তুমি প্রাণে ছিল জীবন্ত।
আজ ঘরেতে এসেছ ফিরে,
তুমি প্রাণহীন অজীবন্ত।
পথ চেয়ে ছিল মাতৃ তোমার,
প্রিয়জন কত কেহ।
আশা সব তোর পুড়ে হোল ছাই,
ছাই হোল তোর দেহ!
নির্দোষী তুমি পেয়েছ শাস্তি,
দোষটা ছিল কার?
অমানবিক হত্যালীলার
হয়েছ তুমি শিকার।
চির বিরহের দুঃখ নিয়ে বুকে,
নীরবে সয়েছ ক্ষতি!
অসমাপ্ত মানব জীবনে
টানল তারা ইতি.....

কোন মন্তব্য নেই: