(C)Image:ছবি |
।। রফিক উদ্দিন লস্কর ।।
কাজ কর্ম বেশি নেই,তবু কেন ব্যস্ততা!
আলসে নয় গো আমি....
আমার অমূল্য সময় যদি বুঝতো তা।
দৌড়াই শুধু সময়ের পিছে, ফিরে চায়না,
টা টা বাই বাই আমার প্রাণে আর সয়না।
ফেলিয়া সকল কাজ বসে ভাবি নিরালায়,
ভাবতে ভাবতে আমি, থাকি শুধু মৌনতায়।
জমানো কাজের পড়িয়া চাপে ভুগি হতাশায়,
সময় মাফিক হয়না কাজ, মিছে শুধু ব্যস্ততায়।
পড়ন্ত বেলায় মনে পড়ে,, এখনো অনেক বাকি,
ফরসা চোখে এখন আমি, শুধু আঁধারই দেখি।
দিনের আলোয় জ্বালিয়ে বাতি, দেখি বিশ্বকে ,
আঁধারে আঁধারে রাত কাটে, ভাবিয়া তোকে।
হেলার মাঝে সময় বয়, পড়িয়া সকল কাজ,
প্রতিকার তার শুধিতে আজ, মনে লাগে লাজ।
কবে খুলিবে চোখ, দেখবো বিশ্বকে নবরূপে,
অন্ধ হয়ে রয়েছি পড়ে, আমি বিড়ম্বনার কূপে।
১৮/০৪/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন